জাপানের টোকিও বিভাগের প্রশাসক শিনতারো ইশিহারা ২০ তারিখে বিকেলে জাহাজযোগে প্রশান্ত মহাসাগরের ওকিনোতোরি রীফে গিয়ে বিবৃতি প্রকাশ করেছেন যে, ওকিনোতোরি রীফ হচ্ছে একটি "দ্বীপ"।
"জাতি সংঘের সমুদ্র আইন" অনুসারে দ্বীপ হলো জোয়ারের সময়েও পানির চেয়ে উঁচু, কিন্তু রীফ হলো এর চেয়ে নিচু । রীফ মানুষের বসবাসের অনুপযোগী বলে তার বিশেষ অর্থনৈতিক সমুদ্রসীমা নেই ।
চীন সরকার বারংবার বিবৃতি প্রকাশ করে বলেছে যে, চীন ও জাপানের মধ্যে এই রীফ নিয়ে মতভেদ রয়েছে, বন্ধুত্বপূর্ণ সংলাপের মাধ্যমে এই সমস্যার সমাধান করা উচিত ।
|