সাংহাই সহযোগিতা সংস্থা ও স্বাধীন রাষ্ট্রসমুহের কমনওয়েল্থ-ভুক্ত দেশগুলো আলাদা আলাদাভাবে সহযোগিতা জোরদার করে মধ্য এশিয়ার নিরাপত্তা সংরক্ষণ এবং সন্ত্রাস দমনের ব্যবস্থা নিয়েছে ।
২০ মে সাংহাই সহযোগিতা সংস্থার সদস্যদেশগুলোর মস্কোস্থ কূটনৈতিক মিশন- ক্লাবের প্রথম সম্মেলন রাশিয়াস্থ চীনা দুতাবাসে অনুষ্ঠিত হয়েছে । সদস্যদেশগুলোর রাষ্ট্রদূতরা এই অঞ্চলের নিরাপত্তা সংরক্ষণে সাংহাই সংস্থার ভবিষ্যত্ ভুমিকা সম্পর্কে আশাবাদী মনোভাব প্রকাশ করেছেন।
একই দিন স্বাধীন রাষ্ট্রসমূহের কমনওয়েল্থের সদস্যদেশগুলোর নিরাপত্তাবিষয়ক দফতরের নেতাদের ১৮তম অধিবেশন কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠিত হয়েছে । প্রতিনিধিরা আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও চরমপন্থীদের দমনের যৌথ কার্যক্রম নিয়ে আলোচনা করেছেন এবং যৌথ উদ্যোগে সন্ত্রাসীদের আঙ্গুলের ছাপ সংরক্ষণ সংক্রান্ত তথ্যভাণ্ডার স্থাপনের প্রটোকল স্বাক্ষর করেছেন।
|