সম্প্রতি পূর্ব চীনের মহানগরী শাংহাইয়ে বেসরকারী পুঁজিবিনিয়োগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বেসরকারী মালিকানা অর্থনীতির বিকাশ দ্রুত কক্ষপথে প্রবেশ করেছে ।
শাংহাই শহরের পরিসংখ্যান ব্যুরো সুত্র বলেছে , ২০০৪ সালে শাংহাইয়ে বেসরকারী অর্থনীতির বৃদ্ধিমূল্য ১ শো বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে শহরের জি ডি পির শতকরা ১৩.৫ ভাগ হয়েছে । বেসরকারী পুঁজিবিনিয়োগের মূল্য ৭০ বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়ে শহরের স্থাবর পুঁজিবিনিয়োগের শতকরা ২০ ভাগেরও বেশি হয়েছে ।
পরিসংখ্যান অনুযায়ী , গত কয়েক বছরে শাংহাইয়ে বেসরকারী অর্থনীতির বৃদ্ধি হার সরকারী অর্থনীতির চেয়ে উল্লেখযোগ্য পরিমানে বেশি হয়েছে । গোটা শহরের জি ডি পির মধ্যে বেসরকারী অর্থনীতির অনুপাত স্থিরগতিতে বেড়ে গেছে ।
|