জাতিসংঘের মহাসচিব কোফি আন্নান ২৩ মে জাপান, ব্রাজিল,জার্মানি , ভারত এ চারটি দেশের প্রতিনিধিদের এবং নিরাপত্তা পরিষদের সদস্য দেশ বাড়ানোয় বিরোধী কিছু দেশের প্রতিনিধিদের সঙ্গে এ সমস্যায় বৈঠক করবেন।
নিরাপত্তা পরিষদের সদস্য দেশ বাড়ানোয় বিরোধিতাকারী "ঐক্যবদ্ধ হয়ে মতৈক্য অর্জন করা" আন্দোলনের কিছু সদস্য দেশের প্রতিনিধি ২০ মে আন্নানের সঙ্গে এ সমস্যা নিয়ে বৈঠক করেছেন। বৈঠকে অংশগ্রহণকারী প্রতিনিধিরা সংবাদদাতাকে বলেছেন, আন্নান আশা করেন যে, ২৩ মে এ দু'টি পক্ষ বৈঠক করে এ সমস্যা সমাধানের উপায় বের করবে।
ইতালি এবং কোরিয়া ইত্যাদি দেশ নিয়ে গঠিত " কোফি ক্লাব" জাতিসংঘের সংস্কারের সমস্যায় সংশ্লিষ্ট পক্ষের মতভেদ ভোট দিতে বাধ্য করার বিরোধীতা করে এবং ব্যাপক মতৈক্যের ভিত্তিতে জাতিসংঘের সংস্কার করার জন্য মত প্রকাশ করেছে।
|