মার্কিন ফেডারেল সঞ্চয় কমিটির চেয়ারম্যান আলেন গ্রিন্সপান ২০ মে নিউইর্য়ক অর্থনীতি ক্লাবে বক্তৃতা দেওয়ার সময় বলেছেন , চীনের রেন মিন বির মূল্য বৃদ্ধি যুক্তরাষ্ট্রের বানিজ্যের ঘাটতি কমানোর জন্য কল্যানকর হবে না ।
তিনি বলেছেন , তিনি বিশ্বাস করেন যে , চীন অবশেষে মুদ্রা ব্যবস্থার বিষয়ে সংস্কার চালাবে । তবু মিন বির মূল্য বৃদ্ধি যুক্তরাষ্ট্রের বানিজ্যের ঘাটতির জন্য কল্যানকর হবে না । কারণ মার্কিন খুচরা বিক্রি ব্যবসায়ীরা অন্যদেশ বা অঞ্চলের কাছ থেকে আমদানি করবে ।
তিনি আরো বলেছেন , বর্তমানে তেলের দাম যেভাবে বেড়ে যাচ্ছে , তা গত শতাব্দির সত্তরের দশকের মতো যুক্তরাষ্ট্রের অর্থনীতি আর দেশের অভ্যন্তরীন মুদ্রাস্ফীতির উপর প্রভাব ফেলবে না ।
|