চীনের বানিজ্য মন্ত্রনালয়ের মুখপাত্র ছুন ছুয়ান ২০ মে পেইচিংয়ে বলেছেন , চীন আংশিক বস্ত্রপন্যের রফতানির শুল্ক বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে , তাতে আন্তর্জাতিক বস্ত্র পন্য বানিজ্যের স্থিতিশীল বিকাশ সুরক্ষা করার বিষয়ে চীন সরকারের সদিচ্ছা আর দায়িত্বশীল মনোভাব প্রকাশ পেয়েছে।
তিনি বলেছেন , চীন আশা করে যে , বিভিন্ন পক্ষ বিশ্ব বানিজ্য সংস্থার মৌলিক নিয়মবিধি মেনে চলবে , সম্মিলিতভাবে আন্তর্জাতিক বানিজ্য ব্যবস্থার ন্যায়পরায়ন ও অবাধ নীতি সংরক্ষণ করবে এবং সঠিকভাবে বর্তমান বস্ত্র পন্যের বানিজ্য সমস্যা সমাধান করবে ।
চীন সরকার ২০ মে সিদ্ধান্ত নিয়েছে যে , এবছরের ১ জুন থেকে চীন ১৪৮ ধরনের বস্ত্র পন্যের মধ্যে ৭৪ ধরনের বস্ত্র পন্যের রফতানির শুল্ক বাড়াবে ।
|