২০ মে ফিলিস্তিনের জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান আব্বাস নয়া দিল্লীতেবলেছেন, ফিলিস্তিন বিভিন্ন বাধা অতিক্রম করে জুলাই মাসে সময়মতো সংসদ নির্বাচন অনুষ্ঠান করবে।
আব্বাস বলেছেন, তিনি আশা করেন ফিলিস্তিনের বিভিন্ন সশস্ত্র দল যুদ্ধবন্ধ চুক্তি মেনে চলবে, যাতে ফিলিস্তিনের পরিস্থিতি আবার স্থিতিশীল হয়। তিনি বিশ্বাস করেন, ইসরাইল শেষপর্যন্ত তাদের প্রতিশ্রুতি মেনে চালবে, গাজা থেকে তাদের সৈন্য প্রত্যাহার করবে।
১৯ মে রাতে আব্বাস নয়াদিল্লীতে পৌঁছে তাঁর দুইদিনব্যাপী ভারত সফর শুরু করেছেন। ফিলিস্তিনের জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান পদে নিযুক্ত হওয়ার পর এই প্রথম তিনি আনুষ্ঠানিকভাবে ভারত সফরএ গেলেন।
|