চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষযক কার্যালয়ের উপপরিচালক ওয়াং জাই সি ২০ মে পেইচিংয়ে বলেছেন , চীনের কমিউনিষ্ট পার্টির সাধারণ সমপাদক হু জিন তাওয়ের সঙ্গে চীনের গুওমিন তাং পার্টির চেয়ারম্যান লিয়ান চান ও ছিন মিং পার্টির চেয়ারম্যান সং ছু ইয়ুর মতৈক্য বাস্তবায়নের উদ্যোগ অবিলম্বে নিতে হবে এবং অব্যাতভাবে দুপারের সম্পর্ককে প্রশমনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে ।
তৃতীয় বিশ্বের প্রবাসী চীনা সংস্থাগুলোর সম্মিলনীতে ওয়াং জাই সি আরো বলেছেন , তাইওয়ান প্রণালীর পরিস্থিতিতে প্রশমনের আভাস দেখা দিয়েছে। কিন্তু তাইওয়ানের বিচ্চিন্নতাবাদী শক্তি ও তার চক্রান্তের বিরুদ্ধে কঠোর আর জটিল সংগ্রাম চালিয়ে যেতে হবে । চীন সরকার শান্তিমূলক একায়ন , এক দেশ দুই সমাজ ব্যবস্থা ও একচীন নীতিতে অটল থাকবে এবং স্বাধীন তাইওয়ান সৃষ্টির অপচেষ্টার বিরোধিতা করবে ।
তিনি আরো বলেছেন , চীন সরকার তাইওয়ানের জনগণের উপর ভরসা রাখবে এবং বাণিজ্যকে কেন্দ্র করে দুপারের বেসরকারী আদান প্রদান সম্প্রসারিত করবে । চীনা জাতির সন্তানসন্ততীরা ঐক্যবদ্ধ হয়ে প্রচেষ্টা চালালে মাতৃভূমির একায়নের লক্ষ্য নিশ্চয় অর্জিত হবে ।
|