|
 |
(GMT+08:00)
2005-05-20 19:50:34
|
তরুণ-তরুণীদেরকর্মসংস্থান সমস্যা সংক্রান্ত আন্তর্জাতিক ফোরাম
cri
তরুণ-তরুণীদের কর্মসংস্থান সমস্যা সংক্রান্ত আন্তর্জাতিক ফোরাম ২০ মে পেইচিংএ অনুষ্ঠিত হয়েছে।।আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রভৃতি আন্তর্জাতিক সংস্থা এবং চীনের যুব সংস্থা, সরকারের সংশ্লিষ্ট মহল এবং শিল্প-প্রতিষ্ঠান থেকে আসা প্রায় এক শো প্রতিনিধি এই ফোরামে অংশ নিয়েছেন। জানা গেছে দু দিনব্যাপী এই ফোরামে অংশ গ্রহণকারীরা " তরুণ-তরুণীদের কর্মসংস্থান---সুষম সমাজের ইতিবাচক উপাদান গড়ে তোলা" শিরোনামে তরুণ-তরুণীদের কর্মসংস্থান তরান্বিত করার অভিজ্ঞতা, কর্মসংস্থান অনুসন্ধানের নতুন পদ্ধতি নিয়ে মত বিনিময় করছেন।
|
|
|