২০ মে প্রকাশিত চীনা যুবক-যুবতীদের কর্মসংস্থান সর্ম্পকিত একটি তদন্ত রির্পোটে দেখা গিয়েছে, অধিক থেকে অধিকতর সংখ্যক চীনা তরুণ-তরুণীরা নিজেদের প্রয়াসের উপর নির্ভর করে কর্মসংস্থান বাড়াতে চান। চীনের যুব সংস্থাগুলো যুবক-যুবতীদের জন্য আরও বেশী সুযোগ সরবরাহ করছে।
চীনা যুবক-যুবতীদের কর্মসংস্থানের খোঁজ- খবর নেওয়ার জন্য সম্প্রতি চীনের শ্রম আর সামাজিক নিষ্চয়তা বিধান মন্ত্রণালয়ের অধীনে শ্রম বিজ্ঞানগবেষণালয়ের যৌথ উদ্যোগে একটি তদন্ত হয়েছে।তালিয়েন, থিয়েনচিন, ছাংশা , লিওচৌ এ চারটি শহরে ৭০০০ যুবক-যুবতীদের মধ্যে এই তদন্ত চালানো হয়েছে।তাদের বয়স ১৫ থেকে ২৯ ।তদন্তের ফলাফল থেকে প্রমাণিত হয়েছে যে, ২০ শতাংশ যুবক-যুবতী নিজেদের প্রয়াসের উপর নির্ভর করে কর্মসংস্থানের বাস্তবায়ন করতে চান। তাদের মধ্যে অধিকাংশই সক্রিয়ভাবে নিজেদের প্রচেষ্টায় কর্মসংস্থানের সুরাহা করতে চান।মাত্র ১৫ শতাংশ সরকারী চাকরি না পেলে আত্ম-কর্মসংস্থান পেতে চান।
|