উত্তর ও দক্ষিণ কোরিয়ার উপ-মন্ত্রী পর্যায়ের কর্ম বৈঠকে উঃ কোরিয়ার প্রধান প্রতিনিধি ও মাতৃভূমির শান্তিপূর্ণ একীকরণ কমিটির সম্পাদক ব্যুরোর উপ-প্রধান কিম মান গিল সম্প্রতি বলেছেন, উঃ কোরিয়া কোরীয় উপদ্বীপ সমস্যার ছ-পক্ষীয় বৈঠকে ফিরে যেতে পারে, কিন্তু তার পূর্বশর্ত হলো যুক্তরাষ্ট্রকে উঃ কোরিয়ার জন্য গ্রহনযোগ্য পরিবেশ সৃষ্টি করতে হবে ।
দঃ কোরিয়ার ইয়ানহাপ সংবাদ সংস্থার ২০ মে'র খবরে প্রকাশ, কিম মান গিল উঃ ও দঃ কোরিয়ার উপ-মন্ত্রী পর্যায়ের কর্মবৈঠক শেষে সংবাদ মাধ্যমকে বলেছেন, শান্তিপূর্ণ উপায়ে কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যার সমাধান করা উঃ কোরিয়ারও আশাআকঙ্খা। তিনি আরো বলেছেন, এবারের কর্মবৈঠকে দু'পক্ষ অভিন্ন স্বার্থ জড়িত সমস্যা নিয়ে আলোচনা করেছে, এবং মতবিনিময়ও করেছে। এতে তাদের আস্থা জোরদার হয়েছে।
অন্য আরেক খবরে জানা গেছে, দঃ কোরিয়ার একীকরণ মন্ত্রী ছুং তুং ইয়ুং ২০ মে সিউলে বলেছেন, দঃ কোরিয়া জুন মাসে অনুষ্ঠিতব্য মন্ত্রী পর্যায়ের বৈঠককালে উঃ কোরিয়ার সঙ্গে আরো গভীরভাবে পারমাণবিক সমস্যা নিয়ে আলোচনা করবে এবং উঃ কোরিয়াকে ছ-পক্ষীয় বৈঠকে পুনরয় অংশ গ্রহনে উদ্বুদ্ধ করার প্রয়াস চালাবে।
এর সঙ্গে সঙ্গে মার্কিন হোয়াইট হাউসের মুখপাত্র ট্রেন্ট দফী ১৯ তারিখে বলেছেন , গত ১৩ তারিখে যুক্তরাষ্ট্র ও উঃকোরিয়ার কূটনৈতিক কর্মকর্তারা নিউয়র্কে কর্ম পর্যায়ের যোগাযোগ করেছেন । দফী বলেছেন , যোগাযোগে মার্কিন পক্ষ উঃকোরিয়ার কাছে কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যায় মার্কিন পক্ষের অধিষ্ঠান আবার ঘোষণা করেছে এবং বিনাশর্তে ছ'পক্ষীয় বৈঠকে ফিরে আসার দাবি জানিয়েছে ।
|