সিঙ্গাপুরের "লিয়েন হো" পত্রিকা ২০ মে একটি সম্পাদকীয়তে চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পাং গুওর সাম্প্রতিক সিঙ্গাপুর সফরের সু-উচ্চ মূল্যায়ন করেছে।
প্রাণশক্তিপূর্ণ সিঙ্গাপুর-চীন সম্পর্ক অপরিবর্তিত নামক এই সম্পাদকীয়তে বলা হয়েছে, উ পাং গুওর এবারকার সফর দু'দেশের মধ্যে বাস্তবানুগ ও সহযোগিতামূলক ,সমতা ও পারস্পরিক উপকারিতামুলক এবং সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়নের সম্পর্কের প্রতিফলন ঘটিয়েছে। দু'দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতার জোরালো বিকাশে তা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
চীন - সিঙ্গাপুর কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ১৫ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য মূল্য উচ্চ হারে বেড়েছে। এটি দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের যথার্থ ভিত্তির পরিচায়ক। তাই উ পাং গুও তাঁর সফরকালে উত্থাপিত ২০১০ সাল নাগাদ চীন -সিঙ্গাপুর দ্বিপাক্ষিক বাণিজ্য মূল্য পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার নতুন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন সম্ভব।
|