টোগোর প্রেসিডেন্ট ফাওরে স্নেসিংবে এবং বিরোধী দলীয় জোটের প্রতিনিধিদের মধ্যে ১৯ মে নাইজেরিয়ার রাজধানী আবুজায় অনুষ্ঠিত টোগোর রাজনৈতিক সংকট নিরসন সম্পর্কিত বৈঠকে মতৈক্য হয় নি।
বিরোধী জোটের নেতা ওলিম্পিওসহ প্রতিনিধিদের সঙ্গে ফাওরের এবারকার বৈঠক হচ্ছে টোগোর প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর তাঁদের প্রথম শান্তি বৈঠক।কিন্তু যুক্ত সরকার গঠনের সমস্যায় দু'পক্ষের গুরুতর মতভেদ রয়েছে। এর ফলে শেষ পর্যন্ত শান্তি বৈঠকে সাফল্য অর্জিত হয়নি।
বৈঠক শেষে প্রকাশিত যুক্ত ইস্তাহারে টোগোর নতুন সরকারের প্রতি প্রয়োজনীয় সংস্কার চালানোর মাধ্যমে দেশের স্বাভাবিক পরিস্থিতি পুনরুদ্ধার করার আহ্বান জানানো হয়েছে।
ফাওরে বলেছেন, টোগোর সরকার বিরোধী দলের নেতাদের সঙ্গে সংলাপ চালানো স্বাভাবিক সামাজিক পরিস্থিতি পুনরুদ্ধারে সহায়ক।
|