১৯ মে হাইনান প্রদেশে অনুষ্ঠিত সমুদ্র- তীরে বনায়ন সংক্রান্ত এক সেমিনার সূত্রে জানা গেছে , চলতিসাল থেকে চীনের সমুদ্র- তীরে বনানী সৃষ্টির কাজ জোরদার করা হবে ।২০১০ সালে চীনের উপকূলীয় অঞ্চলের ৩৮ লক্ষ ভুমিতে বনায়ন করা হবে ।তখন বনভুমির অনুপাত হবে উপকূলীয় অঞ্চলের ভুমির শতকরা ৩৫ ভাগ ।কিন্তু এখন চীনের উপকূলীয় অঞ্চলের বনভুমির আয়তন অপ্রতুল , যে বনানী সৃষ্টি করা হয়েছ তা জলোচ্ছাস ও ভয়াবহ ঝড় ঠেকাতে পারছে না ।
জানা গেছে , সমুদ্র- তীরে বনায়ন করা হলে তা চীনের ৭০ শতাংশ মাঝারি ও বড় শহরের প্রাকৃতিক পরিবেশের নিরাপত্তা রক্ষার সহায়ক হবে ।
|