১৯ মে ইস্রাইলের প্রধানমন্ত্রী শ্যারনের উচ্চ পর্যায়ের উপদেষ্টা দভ উয়েইসগ্লাস এবং ফিলিস্তানের প্রথম আলোচনা প্রতিনিধি সায়েব এরেকাত গাজা এলাকার পরিস্থিতি নিয়ে পরামর্শ করেছেন ।
উয়েইসগ্লাস বলেছেন , যদি ফিলিস্তিনের সশস্ত্র ব্যক্তরা গাজা এলাকার ইস্রাইলী লক্ষ্যবস্তুর ওপর বোমা বর্ষণ করতে থাকে , তাহলে ইস্রাইল বাহিনী তীব্র পাল্টা আক্রমণ চালাবে ।
তবে ফিলিস্তিনের সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন , উয়েসগ্রাস এরেকাতকে বলেছেন যে ইস্রাইল বাহিনী গাজা এলাকায় সংঘর্ষ তীব্রতর হতে পারে , এমন কাজ এড়িয়ে চলবে ।
অন্য খবরে জানা গেছে , ফিলিস্তিনের হামাসের উচ্চ পর্যায়ের কর্মকর্তা মাহমুদ জাহার ১৯ মে বলেছেন , হামাস ফিলিস্তিন-ইস্রাইল অস্ত্র বিরতি বজায় রাখার প্রয়াস চালাচ্ছে ।
|