১৯ মে চীনের কুয়াংচৌ শহরে অনুষ্ঠিত জাতীয় ভূতাত্বিক পরিবেশ ব্যবস্থপনা অধিবেশন সূত্রে জানা গেছে , জে চিয়াং প্রদেশের ইয়ান থাং পাহাড় সহ চীনের চারটি ভূতাত্বিক পার্ক ইউনেস্কোর বিশ্ব ভূতাত্বিক পার্কের নামের তালিকাভুক্ত হওয়ায় চীনের বিশ্ব ভূতাত্বিক পার্কের সংখ্যা দাঁড়ালো ১২।
জানা গেছে , ভূতাত্বিক পুরাকীর্তি রক্ষা আর সমাজের টেকসই উন্নয়নই ভূতাত্বিক পার্ক নির্মানের উদ্দেশ্য ।এখন পৃথিবীতে ৩৩টি ভূতাত্বিক পার্ক আছে ।
উল্লেখ করা যেতে পারে যে , এই পর্যন্ত চীনের যে চারশোটি ভূতাত্বিক পুরাকীর্তি সংরক্ষণ এলাকা প্রতিষ্ঠিত হযেছে সেগুলোর মোট আয়তন ৩৩ লক্ষ ৪০ হাজার হেক্টর । চীনে নানা পর্যায়ের ১৪১টি ভূতাত্বিক পার্ক নির্মিত হয়েছে । ফলে ভূতাত্বিক পুরাকীর্তি সংরক্ষণের সঙ্গে সঙ্গে স্থানীয় পর্যটন শিল্পের ও উন্নতিহয়েছে ।
|