পেইচিংয়ের ডেপুটি মেয়র জাং মাও ২০ মে পেইচিংয়ে বলেছেন , পেইচিংয়ের অবকাঠামোগত নির্মানকাজ অভূতপুর্ব দ্রুত গতিতে চলছে । বর্তমান থেকে ২০০৮ সাল পর্যন্ত পেইচিংয়ের অবকাঠামোগত নির্মানকাজখাতে মোট ৩০০ বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করা হবে ।
অবকাঠামোগত নির্মান প্রকল্পের বাজার সংক্রান্ত এক সেমিনারে ভাষণ দেয়ার সময় তিনি এই কথা বলেছেন ।
ওলিম্পিক গেমসের নির্মান প্রকল্প প্রসঙ্গে ডেপুটি মেয়র জাং মাও বলেছেন ,২০০৮ সালের পেইচিং ওলিম্পিক গেমসের স্টেডিয়াম ও জিমনাসিয়ামের নির্মানকাজ যাতে সময়মত সম্পন্ন হয় ,তার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হবে ।
নির্মান প্রকল্পের বাজারায়ন সম্পর্কে তিনি বলেছেন , পেইচিংয়ের অবকাঠামোগত নির্মানকাজে পুঁজি বিনিয়োগ করতে বিদেশী শিল্পপতিদেরও উত্সাহ দেওয়া হবে ।
জানা গেছে , লাইট রেল, একসপ্রেসওয়ে সহ পেইচিংয়ের বহু অবকাঠামোগত প্রকল্পের জন্য সমাজের বিপুল পরিমান অথ সংগৃহীত হয়েছে ।
|