v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-05-20 16:23:39    
১৪ মে---২০ মে, ২০০৫

cri
হু চিন থাও "ফরচুন ফোরাম"-এ ভাষণ দিয়েছেন

চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ১৬ই মে ২০০৫ সালের পেইচিং "ফরচুন ফোরাম"-এর উদ্বোধন অনুষ্ঠানে এক গুরুত্বপূর্ন ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, চীন ও এশিয়ার উন্নয়ন ক্রমাগত পৃথিবীর অর্থনীতির উন্নয়নের নতুন চালিকা শাক্তিতে পরিণত হচ্ছে। তিনি আশা করেন, বিশ্বের বিভিন্ন দেশ পারস্পরিক উপকারিতামূলক অর্থনৈতিক সহযোগিতা চালিয়ে পৃথিবীর অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত করবে।

তিনি আরো বলেছেন, চীনের উন্নয়ন এশিয়া ও পৃথিবীর উন্নয়নের সঙ্গে অঙ্গাঁঙ্গীভাবে জড়িত। চীন ও রাশিয়ার উন্নয়ন ইতিমধ্যেই এবং অব্যাহতভাবে বিশ্বের বিভিন্ন দেশের জন্য সহযোগিতা ও উভয় বিজয়ের সুযোগ বয়ে এনেছে এবং নেবে।

পরিশেষে তিনি ২০০৫ সালের পেইচিং " ফরচুন ফোরাম"-এর পূর্ণ সাফল্য কামনা করেছেন।

একই দিনে হু চিন থাও ফোরামে অপস্থিত বিশ্বের ৫০০টি শক্তিশালী শিল্পসংস্থার কিছু অংশ আর হংকং, ম্যাকাও ও থাইওয়ানের শিল্পসংস্থাগুলোর দায়ীত্বশীল ব্যক্তিদের সঙ্গেও সাক্ষাত করেছেন। তিনি আশা করেন যে, "ফরচুন ফোরাম" এই মঞ্চের মাধ্যমে আন্তর্জাতিক শিল্পমহল চীন পক্ষের সঙ্গে ব্যাপক ও গভীরভাবে সহযোগিতার সুযোগ ও উপায় অন্বেষণ করবে, যাতে সমতা পারস্পরিক উপকারিতা, সহযোগিতা ও উভয়-বিজয়ের লক্ষ্য অর্জিত হয়।

আকাশ-মাটি মৈত্রী বন্ধন চীন-বাংলাদেশ সরাসরি বিমান

চীনের তুং ফাং বিমান কোম্প্যানি ১৮ মে পেইচিংয়ে বলেছে, পেইচিং - খুন মিং - ঢাকা আন্তর্জাতিক ফ্লাইট একইদিন আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এই বিমান লাইন হলো চীন ও বাংলাদেশ ১৯৮০ সালে দ্বিপাক্ষিক বেসামরিক যাত্রীবাহী বিমান পরিবহণ চুক্তি স্বাক্ষর করার প্রথম সরাসরি বিমান ফ্লাইট।

চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও গত এপ্রিল মাসে বাংলাদেশ সফরকালে স্বাক্ষরিত চুক্তির সুফল হিসেবে ১৮ মে পেইচিং - খুন মিং -ঢাকা আন্তর্জাতিক বিমান লাইন খোলা হয়েছে।

আব্বাসের চীন সফর শেষ

ফিলিস্তিন জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান আব্বাস ১৯ মে সকালে চীনে তিন দিনব্যাপী রাষ্ট্রীয় সফর শেষ করে পেইচিং ত্যাগ করেছেন।

এটি ফিলিস্তিনের চেয়ারম্যান হবার পর আব্বাসের প্রথম চীন সফর। সফরকালে তিনি চীনের প্রেসিডেন্ট হু চিন থাওয়ের সঙ্গে বৈঠক করেছেন। চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের সঙ্গে সাক্ষাত্কালে দু'পক্ষ আর্থ-বাণিজ্য , প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে ৫টি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে।

হু চিন থাও আব্বাসের সঙ্গে বৈঠকে বলেছেন, জাতি সংঘের সংশ্লিষ্ট প্রস্তাব আর "ভূমির বিনিময়ে শান্তি" অর্জনের নীতির ভিত্তিতে ফিলিস্তিন-ইস্রাইল সমস্যার সমাধান নিয়ে রাজনৈতিক আলোচনা করা এবং রোড-ম্যাপ পরিকল্পনা যত তাড়াতাড়ি সম্ভব আবার কার্যকরী করণ শুরু হওয়া উচিত।

চীনের মাথাপিছু জিডিপি দশ হাজার ইউয়ান ছাড়িয়েছে

১৪ মে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটির সূত্রে জানা গেছে চীন ইতিমধ্যে নির্দিষ্ট সময়ের এক বছর আগে দশম পাঁচশালা পরিকল্পনায় নির্ধারিত জিডিপি ও মাথাপিছু জিডিপির লক্ষ্য হাসিল করেছে। বর্তমানে চীনের মাথাপিছু জিডিপির পরিমান দশ হাজার ইউয়ান ছাড়িয়েছে ।

একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , ২০০৪ সালে চীনের জিডিপি ছিল ১৩ হাজার ৬ শ' ৫০ বিলিয়ন ইউয়ান । চীন এক বছর আগে দশম পাঁচশালা পরিকল্পনায় নির্ধারিত২০০৫ সালে জিডিপি বারো হাজার পাঁচ শ বিলিয়ন ইউয়ান পৌছার লক্ষ্য হাসিল করেছে । গত চার বছরে চীনের জিডিপির গড়পড়তা বার্ষিক বৃদ্ধিহার ছিল ৮.৬ শতাংশ । এটা পরিকল্পনায় নির্ধারিত ৭ শতাংশ ছাড়িয়েছে ।

চীনের হাই টেক শিল্পজাত পণ্যের আমদানি-রফতানি মূল্য বৃদ্ধি

১৫মে চীনের বাণিজ্য মন্ত্রনালয় সূত্রে জানা গেছে , চলতি বছরের প্রথম চার মাসে চীনের হাই টেক শিল্পজাত পণ্যের আমদানি-রফতানি মূল্য গত বছরের একই সময়ের তুলনায় ২৭ শতাংশ বেড়ে ১১৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে ।

দ্বিতীয় মহাযুদ্ধে জাপানী বাহিনীর হত্যাকান্ড নিয়ে নতুন বই বেরুচ্ছে

দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালে চীনের মহাপ্রাচীর বরাবর অঞ্চলে জাপানী সমরবাদের হত্যাকান্ড সম্পর্কিত একসেট বই শীঘ্রই প্রকাশিত হবে ।

' মহাপ্রাচীর বরাবর হাজার কিলোমিটার দীর্ঘ অঞ্চলের নির্জন এলাকা ' নামে এই বইয়ের মোট অক্ষর সংখ্যা ২০ লক্ষাধিক । পাঁচ খন্ডের এই বইয়ে যেমন আছে সমালোচনা প্রবন্ধ ও অত্যাচারের শিকারীদের বক্তব্য , তেমনি আছে ঐতিহাসিক তথ্য , পরিসংখ্যান ও ছবি , তা ছাড়া জাপানী পন্ডিতদের নির্জন এলাকা পর্যবেক্ষনের ফলাফলও লিপিবদ্ধ করা হয়েছে।

তথাকথিত নির্জন এলাকা উত্তর চীনের মহাপ্রাচীর বরাবর অঞ্চলে অবস্থিত , এর দৈর্ঘ্য প্রায় এক হাজার কিলোমিটার , আয়তন ৫০ হাজার বর্গকিলোমিটার । ১৯৩৯ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত ছয় বছরে জাপানী আগ্রাসীবাহিনী চীনের তাবেদার প্রশাসনের নিরাপত্তা রক্ষার জন্য মহাপ্রাচীর বরাবর অঞ্চলে নির্জন এলাকা সৃষ্টি করেছিল , তারা স্থানীয় অধিবাসীদের জাপানী বাহিনীর নিয়ন্ত্রিত এলাকায় তাড়িয়ে দিয়েছিল , ১৭ হাজার গ্রাম আগুনে পুড়িয়ে দিয়েছিল এবং তিন লক্ষ চীনা নাগরিককে হত্যা করেছিল ।

জাপানের আসাহি শিম্বুন পত্রিকার ও সিংগাপুরের প্রধান মন্ত্রীলি ছিয়েন লং ইয়াসুকুনি সমাধিতে জাপানী নেতার শ্রদ্ধাতর্পনের সমালোচনা করলেন

জাপানের আসাহি শিম্বুন পত্রিকার ১৮ মের একটি সম্পাদকীয় প্রবন্ধে প্রধানমন্ত্রী জুনিছিরো কোইজুমির প্রতি ইয়াসুকুনি মন্দিরে শ্রদ্ধাতর্পন না করার আহ্বান জানানো হয়েছে ।

সম্পাদকীয় প্রবন্ধে বলা হয়েছে , ইয়াসুকুনি মন্দির জাপানের সমরবাদের প্রতীক , কাজেই সেখানে প্রধানমন্ত্রীর যুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধাতর্পণ অনুচিত । জাপানের প্রধান প্র্রধান যুদ্ধবন্দীরা আগ্রাসী যুদ্ধের জন্য দায়ী । চীন ও দক্ষিণ কোরিয়া একাধিকবার প্রধানমন্ত্রী জুনিছিরো কোইজুমির প্রতি যুদ্ধবন্দীদের প্রতি শ্রদ্ধাতর্পনের জন্য ইয়াসুকুনি মন্দির না যাওয়ার সঙ্গত দাবী জানিয়েছে ।

সিংগাপুরের প্রধান মন্ত্রী লি ছিয়েন লং ১৭ মে জাপানের প্রধান মন্ত্রী জুনিচিরু কোইজুমির প্রতি ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধাতর্পন না করার আহবান জানিয়েছেন ।

পর্যবেক্ষকদের মতে, প্রধান মন্ত্রী লি ছিয়েন লংয়ের এই মন্তব্য থেকে বোঝা যায় যে , চীন ও দক্ষিণ কোরিয়ার মত দক্ষিণ পুর্ব এশীয় দেশগুলোও ইয়াসুকুনি সমাধিতে জাপানের নেতাদের শ্রদ্ধাতর্পনে নিতান্তই অসন্তুষ্ট ।

দক্ষিণ কোরিয়াঃ দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া উপমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে

দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রণালয়ের উপমন্ত্রী রি বোংগ-জো ১৪ মে সিউলে বলেছেন, দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া উপমন্ত্রী পর্যায়ের বৈঠক করার জন্য মতৈক্যে পৌঁছেছে।

তিনি একইদিন একটি সংবাদ সম্মেলনে বলেছেন, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার কাছে ১৬ থেকে ১৭ মে পর্যন্ত উত্তর কোরীয় দক্ষিণাঞ্চলে কায়েসংতে বৈঠক অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছে। দু'পক্ষ উপমন্ত্রী পর্যায়ের বৈঠক করার জন্য মতৈক্যে পৌঁছেছে।

তিনি আরো বলেছেন, এই বৈঠকের প্রধান আলোচ্যবিষয় হলো দক্ষিণ উত্তর সংলাপ স্বাভাবিক করা, উত্তর কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা এবং উত্তর কোরিয়াকে দক্ষিণ কোরিয়ার রাসায়নিক দেয়া ইত্যাদি।এই বৈঠকের মাধ্যমে দু'পক্ষের মন্ত্রী পর্যায়ের বৈঠক যত তাড়াতাড়ি সম্ভব আবার অনুষ্ঠিত হবে।

কাশ্মির ভারতীয় সেনার সাথে গুলি বিনিময়ে ২ সশস্ত্র ব্যক্তি হত

ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী ১৬ মে বলেছে , ১৫ তারিখ সন্ধ্যায় কাশ্মিরের বাস্তব নিয়ন্ত্রণ লাইনের কাছাকাছি এলাকায় ভারতীয় বাহিনী ও সশস্ত্র ব্যক্তিদের গুলি বিনিময় হয়েছে , এতে ২ জন সশস্ত্র ব্যক্তি মারা গেছে ।

ভারতের সামরিক পক্ষ জানিয়েছে , ১৫ তারিখ সন্ধ্যায় জাম্মুর ১৭০ কিলোমিটার উত্তরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বাস্তব নিয়ন্ত্রণ লাইনের কাছাকাছি এলাকায় ভারতীয় বাহিনী কিছু সশস্ত্র ব্যক্তিদেরকে আবিস্কার করেছে এবং তাদের সঙ্গে গুলি বিনিময় করেছে । গুলি বিনিময় ১৬ তারিখ পর্যন্ত স্থায়ী ছিল । সংঘর্ষে একজন ভারতীয় সৈন্য আহত হয়েছে ।

উল্লেখ্য , এই মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মির অঞ্চলে ১২ জন সশস্ত্র ব্যক্তি ভারতের নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা গেছে ।

ইরাকে রাইসের ঝটিকা সফর

মার্কিন পররাষ্ট্র-সচিব রাইস ১৫ মে ইরাকের নতুন সরকারকে অনুপ্রানিত করার জন্য ইরাকে ঝটিকা সফর করেছেন। কিন্তু রাইসের সফরকালে ইরাকে বল প্রয়োগমূলক ঘটনা অব্যাহতভাবে ঘটেছে।

রাইস ইরাকের অন্তর্বর্তীকলীন সরকারের প্রধানমন্ত্রী আল-জাফারির সঙ্গে বৈঠকের পর অনুষ্ঠিত যৌথ সাংবাদিক সম্মেলনে বলেছেন, যতদিন ইরাকের আত্মরক্ষার ক্ষমতা না হয়, ততদিন বহুদেশীয় বাহিনী ইরাকে থেকে যাবে।

জাফারি বলেছেন, যাতে ইরাকের বাহিনী যত তাড়াতাড়িসম্ভব দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করার ক্ষমতা অর্জন করে সেজন্যে এবং ইরাক থেকে বিদেশী বাহিনী সরে যাওয়ার প্রক্রিয়া দ্রুত করার জন্যে নতুন সরকার দ্রুত ব্যবস্থা নেবে।

একইদিন রাইসের সফরকালে বাগদাদের ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত বাকুবা শহরে দুটি বিস্ফরণের ঘটনা ও মর্টার হামলার ঘটনা ঘটেছে। এতে ৪ জন নিহত, ৩৭ জন আহত হয়েছেন।

দারফুর বিষয়ক শীর্ষসম্মেলন অনুষ্ঠিত

আফ্রিকান দেশগুলোর দারফুর সমস্যা সংক্রান্ত শীর্ষ সম্মেলন ১৬ মে লিবিয়ার রাজধানী ত্রিপলিতে উদ্বোধন হয়েছে ।

দুদিনব্যাপী এই সম্মেলনে সুদান সরকার ও দারফুর অঞ্চলের সরকার বিরোধী সশস্ত্র শক্তির মধ্যে পুনরায় শান্তি আলোচনা শুরু হওয়ার বিষয় নিয়ে আলোচনা করা হবে । লিবিয়া , সুদান , মিসর , নাইজেরিয়া , চাদ , এরিত্রিয়া ও গ্যাবনের নেতারা আর আরব লীগ ও আফ্রিকান ইউনিয়নের কর্মকর্তারা এই সম্মেলনে অংশ নিয়েছেন ।

আরব লীগের মহাসচিব মুসা সম্মেলনের আগে বিবৃতি প্রকাশ করে বলেছেন , আরব লীগ আফ্রিকান ইইনিয়নের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে দারফুর সমস্যা সমাধানের কার্যকর পথ অন্বেষন করবে এবং সুদানের স্থিতিশীলতা রক্ষা করার চেষ্টা করবে ।

একই দিন সুদান সফররত জাতি সংঘের প্রতিনিধি দলের নেতা , জাতি সংঘ মহাসচিবের বিশেষ উপদেষ্টা ব্রাহিমি খার্তুমে জোর দিয়ে বলেছেন , জাতি সংঘ আফ্রিকা ইউনিয়নের দারফুর সমস্যা নিষ্পত্তির প্রচেষ্টাকে সমর্থন করে । তিনি দারফুর সংঘর্ষে জড়িত বিভিন্ন পক্ষের উদ্দেশ্যে অব্যাহতভাবে আফ্রিকান ইউনিয়ন ও জাতি সংঘের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন ।

ইউরোপ কমিটির তৃতীয় শীর্ষ সম্মেলন

ইউরোপ কমিটির তৃতীয় শীর্ষ সম্মেলন ১৬ মে সকালে পোল্যান্ডের রাজধানী ওয়ারসে উদ্বোধন হয়েছে । ইউরোপ কমিটির ৪৬টি সদস্যদেশের নেতা বা পররাষ্ট্র মন্ত্রীরা দুদিনব্যাপী এই শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন।

ইউরোপ কমিটির পাল্লাক্রমিক চেয়ারম্যন দেশ- পোল্যান্ডের প্রেসিডেন্ট কওয়াসনিয়েস্কি তাঁর উদ্বোধনী ভাষণে বলেছেন , এখন ইউরোপের ইতিহাসের শ্রেষ্ঠ সময়পর্ব । তবে ইউরোপ এখনো গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন। একবিংশ শতাব্দীতে ইউরোপের একায়নের দিকে এগিয়ে যাওয়া উচিত বলে তিনি মনে করেন ।

জানা গেছে শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারীরা ইউরোপের নিরাপত্তা, সন্ত্রাস দমনের সহযোগিতা এবং মাদক দ্রব্য পাঁচার দমন ইত্যাদি বিষয়ে আলোচনা করছেন ।

লাহুদঃ লেবাননের সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে

লেবাননের প্রেসিডেন্ট এমিল লাহুদ ১৬ তারিখে লেবাননের সংসদ নির্বাচন সমন্বয় ও তত্ত্বাবধান বিষয়ক ই. ইউ. বিশেষজ্ঞ দলের প্রধানের সাথে সাক্ষাতের সময়ে জোর দিয়ে বলেছেন, লেবানন্ একটি পুরোপুরি নিরপেক্ষ, ন্যায়পরায়ণ ও অবাধ সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আস্থাবান।

ই. ইউ.'র বিশেষজ্ঞ দল পাঠিয়ে লেবাননের সংসদ নির্বাচনে সমন্বয় ও তত্ত্বাবধানের পদক্ষেপকে লাহুদ স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, ই. ইউ বিশেষজ্ঞ দলসহ আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধান কাজে লেবানন্ প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

ই. ইউ. বিশেষজ্ঞ দলের সদস্য সংখ্যা ৯০। আগামী কয়েক দিনে তাঁরা বৈরুতে পৌঁছুবেন।

লেবাননের সংসদ নির্বাচন ২৯শে মে থেকে ১৯শে জুন পর্যন্ত চার পর্যায়ে অনুষ্ঠিত হবে। বর্তমানে কয়েকটি নির্বাচনী এলাকার সাংসদ প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

বিশ্ববাণিজ্য সংস্থার মহাপরিচালক হওয়ার পথে লামী

বিশ্ব বাণিজ্য সংস্থার মহা পরিচালক নির্বাচন কমিশন ১৩ তারিখে জেনিভায় ঘোষণা করেছে যে , ইউরোপীয় ইউনিয়নের সাবেক বাণিজ্য সদস্য পাস্কাল লামী বিশ্ব বাণিজ্য সংস্থার মহা পরিচালকের একজন পদপ্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ।

বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক নির্বাচন কমিশন সেদিন বলেছে , নতুন মহাপরিচালক নির্বাচনের তৃতীয় দফা পরামর্শের ফলাফল থেকে জানা গেছে , লামী অধিকাংশ সদস্যদের সমর্থন পেয়েছে । অনভিপ্রেত ঘটনা না ঘটলে ঐক্যমতে ২৬ মে অনুষ্ঠিতব্য মহাপরিচালকের সম্মেলন লামীকে স্বীকার করবে । তাহলে তিনি এই বছরের পয়লা সেপ্টেম্বর অনুষ্ঠানিকভাবে মহাপরিচালকের পদ গ্রহণ করবেন ।

তৃতীয় দফা পরামর্শের ফলাফল জানার পর অন্যএকজন পদপ্রার্থী বিশ্ব বাণিজ্য সংস্থাস্থ উরুগুয়ের রাষ্ট্রদূত কার্লর পেরেজ দেল কাস্টিলো নির্বাচনে অংশ গ্রহণ না করার ঘোষণা দিয়েছেন ।