১৮ মে মার্কিন সরকার চীনের আরো বেশী বস্ত্রপণ্যের রফতানি সীমিত রাখার যে সিদ্ধান্ত নিয়েছে ২০ মে চীনের বাণিজ্য মন্ত্রনালয়ের মুখপাত্র জং ছুয়ান তার সমালোচনা করে বলেছেন , চীন সরকার মার্কিন পক্ষের এই সিদ্ধান্তে অত্যন্ত অসন্তুষ্ট এবং দৃঢ়ভাবে এর বিরোধিতা করে । চীন পক্ষ ডাবলিউ টি ওয়ের আওতায় মার্কিন সিদ্ধান্তটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে ।
মুখপাত্র জং ছুয়ান উল্লেখ করেছেন , চীন পক্ষ মনে করে, চীনের বস্ত্র পণ্যের রফতানি মার্কিন বাজারে গোলোযোগ সৃষ্টি করেছে , এই অজুহাতে মার্কিন সরকার চীনের আরো চার প্রকার বস্ত্র পণ্যের রফতানি সীমিত রাখার যে সিদ্ধান্ত নিয়েছে তা ডাবলিউ টি ওয়ের সংশ্লিষ্ট চুক্তির নীতি এবং ডাবলিউ টি ওয়ের প্রচারিত অবাধ বাণিজ্যের আদর্শের পরিপন্থী । চীন পক্ষ মার্কিন সরকারের প্রতি তার ভুল সিদ্ধান্ত বাতিল করে সতর্কতার সঙ্গে যুক্তিসংগতভাবে দু দেশের বস্ত্র বাণিজ্যের সমস্যা সমাধানের আহবান জানায় ;যাতে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের ক্ষতি না হয় ।
|