v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-05-20 15:04:17    
উরুগুয়ায়ের প্রেসিডেন্টের চিয়া ছিং লিন-এর সঙ্গে সাক্ষাত

cri
    উরুগুয়ের প্রেসিডেন্ট তাবারে রামোন ভাজকেজ রোসাস ১৯ মে উরুগুয়ের রাজধানী মোন্টেভিডিও-এ সফররত চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যা চিয়া ছিং লিনের সঙ্গে সাক্ষাত করেছেন।

    সাক্ষাত্কালে চিয়া ছিং লিন চীন-উরুগুয়ে সুদীর্ঘকালীন, সমান ও পারস্পরিক উপকারিতামূলক বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্কনিয়ে চারটি মতামত পেশ করেছেন। এক, রাজনৈতিক পরামর্শ ও রাজনৈতিক আস্থা জোরদার করা; দুই, আর্থ-বাণিজ্যিক সহযোগিতা ত্বরান্বিত করা এবং যৌথ উন্নয়নে প্রয়াস চালানো; তিন, আন্তর্জাতিক ব্যাপারাদিতে সহযোগিতা জোরদার করা; চার, বেসরকারী আদান-প্রদান সম্প্রসারিত করা, পারস্পরিক সমঝোতা ত্বরান্বিত করা।

    চিয়া ছিং লিন বলেছেন, চীন ও উরুগুয়ে উভয় উন্নয়নমুখী দেশ। চীন পক্ষ বরাবরই চীন-লাতিন আমেরিকান দেশগুলোর সহযোগিতা ও দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদার করার পর্যায়ে চীন-উরুগুয়ে সম্পর্ক দেখে এবং ত্বরান্বিত করে। চীন পক্ষ উরুগুয়ে সরকার এক-চীন নীতি দৃঢ়ভাবে পোষণ করার মতাধীষ্ঠানের প্রশংসা করে।

    ভাজকেজ রোসা চিয়া ছিং লিনের চারটি মতামতে পুরোপুরি সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, উরুগুয়ে সরকার উরুগুয়ে-চীন কূটনৈতিক সম্পর্ক আরো গভীর পর্যায়ে ত্বরান্বিত করে দু'পার্টির মধ্যে আদানপ্রদান, দু'দেশের মধ্যে আর্থ-বাণিজ্যিক, সংস্কৃতিক, শিক্ষা ও পুঁজি বিনিয়োগ ক্ষেত্রের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। উরুগুয়ে পক্ষ চীন পক্ষের সঙ্গে আন্তর্জাতিক ব্যাপারাদিতে যোগাযোগ ও সমন্বয় জোরদার করে বিশ্বশান্তি ও উন্নয়নে প্রয়াস চালাতে ইচ্ছুক।