v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-05-20 15:00:49    
উরুগুয়ায়ের ভাইস-প্রেসিডেন্টের চিয়া ছিং লিনের সঙ্গে সাক্ষাত

cri
    উরুগুয়ায়ের ভাইস-প্রেসিডেন্ট ও জাতীয় সংসদের চেয়ারম্যান-স্পীকার রোডোল্ফো গুস্টাভো নিন নোবোয়া ১৯ মে উরুগুয়ায়ের রাজধানী মোন্টেভিডিওতে সফররত চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান চিয়া ছিং লিনের সঙ্গে সাক্ষাত করেছেন।

    সাক্ষাত্কালে চিয়া ছিং লিন বলেছেন, চীন পক্ষ চীন-উরুগুয়ায়ের সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেয়। উরুগুয়ায়ের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীরতর করার জন্য অব্যাহত প্রয়াস চালাতে ইচ্ছুক। তিনি বলেছেন, তাইওয়ান সমস্যা হলো চীনের প্রধান স্বার্থ-জড়িত ভিত্তিমূলক সমস্যা। উরুগুয়ায় যে এক-চীন নীতি অনুসরণ করে; চীন পক্ষ তার প্রশংসা করে।

    তিনি আরো বলেছেন, চীন-উরুগুয়ায় আর্থ-বাণিজিক সহযোগিতার সম্ভাবনাব্যাপক, ভবিষ্যতও উজ্জ্বল। উভয়ের উচিত পরিপূরক-সুবিধার ভূমিকা পালন করা, নতুন সহযোগিতা ক্ষেত্র খুঁজে নেয়া এবং চীন-উরুগুয়ে পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা সার্বিকভাবে উন্নয়ন ত্বরান্বিত করা।

    রোডোল্ফো গুস্টাভো বলেছেন, উরুগুয়ে চীনের দ্রুত বিকশ দেখে আন্তরিক শ্রদ্ধাবোধ জানায় এবং অর্থনৈতিক ক্ষেত্রে চীনের প্রচুর অভিজ্ঞা থেকে শিক্ষা নেয়। উরুগুয়ে চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চালাতে গুরুত্ব দেয় এবং উচ্চ পর্যায়ের আদান-প্রদান আরো ঘনিষ্ঠভাবে ত্বরান্বিত করতে ইচ্ছুক। উরুগুয়ে দু'দেশের আর্থ-বাণিজ্যিক, পুঁজি বিনিয়োগ ইত্যাদি ক্ষেত্রের সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। তিনি আরো বলেছেন, উরুগুয়ে অব্যাহতভাবে এক-চীন নীতি অনুসরণ করবে।