v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-05-20 14:47:41    
জীবন

cri
    আজকের অনুষ্ঠানে আমি আপনাদের সংগে জীবন সম্পর্কে কিছু বলবো। যে কোনো মানুষ বড় শহরে বা ছোট গ্রামে যেখানেই থাকেন না কেন, তার হৃদয় হতে পারে আকাশের মতো। বিশাল অবশ্য তা জীবনের প্রতি আপনাদের দৃষ্টিভংগীর উপর নির্ভরশীল। যদি আমি কষ্টর সম্মুখীন হই, তাহলে আমি আরেকটি দিক থেকে জীবনকে মোকাবেলা করবো, আরেকটি উপায়ে জীবন কাটাবো। হ্যাঁ, বৈচিত্র্যময় উপায়ে জীবন কাটান। একজন মানুষের শুধুমাত্র একটি উপায়ে জীবন কাটানো উচিত নয়। তাই আমরা অব্যাহতভাবে বৈচিত্র্য উপভোগ করবো ও জীবন সুবিন্যস্ত করবো। আচ্ছা, এখন আমরা একসঙ্গে একটি গান শুনবো। গানের নাম হচ্ছে ( সবচেয়ে সুন্দর)

    গানের কথা হলো:

    আগামীকাল দেখা হবে। তাই আজ রাতে আমি ঘুমাতে পারি না,

    আমি তোমার জন্য ১২টি গোলাপ সযত্নে রেখেছি।

    প্রতিটি গোলাপ তোমার মতো সুন্দর হোক,

    আমার চোখে তুমি সবচেয়ে সুন্দর।

    তোমার প্রতিটি মৃদুহাসি আমার কাছে ভীষণ দামী।

    আচ্ছা, এখন আমরা গান শুনি।

    প্রিয় বন্ধুরা, জীবন একটি বই-এর মতো। প্রতিদিন হচ্ছে বইয়ের এক একটি পাতা। আমি মনোযোগ দিয়ে প্রতিটি পাতা পড়বো। আনমনে পড়বো না। আমরা মনোযোগ দিয়ে প্রতিদিনের জীবন কাটালে উপলব্ধি করতে পারবো যে প্রতি মিনিট ও প্রতি সেকেন্ডের গুরুত্ব আছে। ভালো জীবন বা খারাপ জীবনে আমরা আন্তরিকভাবে প্রতিদিন কাটালে জীবন থেকে কল্যান অর্জন করতে পারবো। সূর্যালোক আমাদের মন ভালো করে দিতে পারে। আমরা ছাতা নিয়ে হাঁটতে পারি। বাদলা দিনে আমরা বাইরে ঘুরে বেড়াতে পারি। তারপর বাড়িতে ফিরে নিজের জন্য এক কাপ চা তৈরী করবো। আজকে হয়তো বাইরে ঝড় বইদে। ও কিচ্ছু না। আগামীকাল হাওয়ার কেটে যাওয়ার পর, একটি নীল আকাশ দেখা যাবে। আচ্ছা, এখন আমরা একটু বিশ্রাম নেবো। একটি গান শুনবো। গানের নাম হচ্ছে আরও উঁচুতে উড়ে যাবে। এই গান বাস্তব জীবনে মানুষের এক ধরনের সক্রিয় দৃষ্টিভংগী বর্ণনা করেছে। এখন আমরা শুনি।

    জীবন একটি বাড়ির মতো। দিন দিন বাড়িতে ধূলা জমে। তাই গৃহকর্তার উচিত মাঝে মাঝে তাকে পরিষ্কার করা । অবশ্যই আমরা বাড়িতে একটি ছোট সিন্দুক জায়গায় রাখবো। সেখানে আমরা জীবনের কিছু কিছু কঠিন সমস্যা জমা রাখতে পারি। হতে পারে একদিন আমরা সমস্যার সমাধান বের করতে পারবো। আচ্ছা, এখন আমরা আরেকটি গান শুনবো। গানের নাম হচ্ছে উষ্ণ ঋতু। এই বসন্ত ঋতুতে আপনারা বন্ধুর সাথে বাইতে ঘুরে বেড়াতে যাবেন। কি মজা।

    আমি শুধু একজন সাধারণ মানুষ হতে চাই। আমি সাধারণ ও প্রকৃত জীবন কাটাতে চাই। আমি আস্তে আস্তে নীরবে নিভৃতে জীবনের প্রতিদিন উপলব্ধি করছি। আমি জীবনের প্রত্যেক শুভ ক্ষণ মনে রাখতে চেষ্টা করবো। আমি আশা করি, আমরা প্রত্যেকেই জীবন থেকে শিক্ষা অর্জন করতে পারবো। জীবিকা আমাদের একজন অতি ভালো শিক্ষক। আচ্ছা, আকজের অনুষ্ঠানের সময় বেশি নেই। এখন আমরা একসঙ্গে আজকের শেষ গান শুনবো।