কাজাকিস্তানের প্রেসিডেন্ট নাজারবাইফ ১৯ তারিখে সফররত চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার চৌ ইয়োংখাং-এর সঙ্গে সাক্ষাত্ করেছেন।
নাজারবাইফ বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে কাজাকিস্তান আর চীনের পারস্পরিক সমঝোতার দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে , দুপক্ষের অভিন্ন ক্ষেত্রের সহযোগিতার সাফল্য প্রচুর । চীন দু'দেশের সম্পর্ক আরও নতুন পর্যায়ে উন্নত করবে। নাজারবাইফ কাজাকিস্তান সরকারের এক চীননীতির অধিষ্ঠানকে সমর্থন করার কথা আরেক বার ঘোষনা করেছেন।
চৌ ইয়োংখাং বলেছেন, চীন আর কাজাকিস্তান হচ্ছে পারস্পরিক গুরুত্বপূর্ণ সুপ্রতিবেশীসুলভ দেশ । দু'দেশের নেতাদের নেতৃত্বে, চীন- কাজাকিস্তানের সম্পর্ক দ্রুত উন্নত হবে। চীন পক্ষ তাইওয়ান সমস্যায় চীনের প্রতি বরাবরই সমর্থনের জন্য কাজাকিস্তানকে আন্তরিক কৃতজ্ঞতা জানায় । চীন পক্ষ কাজাকিস্তানের সঙ্গে মিলিত প্রচেষ্টায় "চীন কাজাকিস্তানের সুপ্রতিবেশীসুলভ বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি" বাস্তবায়িত করবে ।
চৌ ইয়োংখাং ১৮ তারিখে আসতানায় পৌঁছে কাজাকিস্তানে তাঁর আনুষ্ঠানিক সফর শুরু করেছেন। এর আগে তিনি জার্মানী, তুরস্ক সফর করেছেন ।
|