মার্কিন হোয়াইট হাউসের মূখপাত্র ট্রেন্ট দুফি ১৯ মে ওয়াশিংটনে আয়োজিত একটি তথ্যজ্ঞাপন সভায় বলেছেন, যুক্তরাষ্ট্র আর উত্তর কোরিয়ার কূটনীতিক পর্যায়ে ১৩ মে নিউইয়র্কে সরাসরি যোগাযোগ হয়েছে।
দুফি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র আর উত্তর কোরিয়া দু'পক্ষের যোগাযোগ হচ্ছে " কর্ম পর্যায়ের"। মার্কিন পক্ষ উত্তর কোরিয়ার কাছে কোরীয় উপদ্বীপের পারমানবিক অস্ত্র্রবিমুক্ততা প্রশ্নে তার নীতি ও অধিষ্ঠান আবার জোর দিয়ে বলেছে। যাতে উত্তর কোরিয়া শর্তহীনভাবে ছ'পক্ষীয় বৈঠকের কাঠামোয় আবার ফিরে আসে।
চলতি বছরের ফেব্রুয়ারী মাসে উত্তর কোরিয়া এক ঘোষণায় বলেছে, দেশটি পারমানবিক অস্ত্রের অধিকারী হয়েছে এবং অনির্দিষ্ট কালের জন্য ছ'পক্ষীয় বৈঠক বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে।
|