ইস্রাইলের উপ প্রতিরক্ষা মন্ত্রী জীভ বোইম ১৯ মে বলেছেন , ইস্রাইলের উচিত ফিলিস্তিনের হামাস সংস্থার হামলার কঠোর প্রতিশোধ তত্পরতা নেয়া ।
বোইম বলেছেন , বর্তমানে হামাস গাজা এলাকায় ইহুদি আবাসিক এলাকার ওপর যে হামলা চালিয়েছে , ইস্রাইল তার প্রতি সংযম বজায় রেখেছে । কিন্তু এখন ইস্রাইলের উচিত শক্তিশালী পাল্টা আক্রমণ চালানো , যাতে গাজা এলাকার পরিস্থিতি আবার শান্ত হতে পারে ।
ইস্রাইলের সামরিক কর্তৃপক্ষ ১৯ মে বলেছে , সেদিন ভোরে হামাস ইহুদি আবাসিক এলাকার ওপর ৬টি মর্টার নিক্ষেপ করেছে , হামলায় কোনো হতাহত হয় নি । ইস্রাইল পক্ষ বলেছে , ১৮ তারিখ থেকে হামাস ইহুদি আবাসিক এলাকার ওপর ৩০টিরও বেশী বোমা নিক্ষেপ করেছে ।
১৯ মে সন্ধ্যায় ইস্রাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ইস্রাইলের প্রধানমন্ত্রী শ্যারনের বৈঠক করে গাজা এলাকার সংঘর্ষ নিয়ে পরামর্শ করার কথা ।
|