চীনের জাতীয় পরিবেশ সংরক্ষণ অধিদফতরের প্রাকৃতিক পরিবেশ বিভাগের পরিচালক ওয়ান পেন থাই ১৯ মে পেইচিংয়ে বলেছেন , চীনে জীবের বৈচিত্র্য কার্যকরভাবে রক্ষা করা হয়েছে । চীনের জনসাধারণ যাবতীয় প্রাণী ও উদ্ভিদ রক্ষার ব্যাপারে আরো বেশী সচেতন হয়েছেন ।
তিনি সাংবাদিক সম্মেলনে আরো বলেছেন ,পৃথিবীতে যে সবদেশে জীবের সংখ্যা সবচেয়েবেশী চীন তাদের অন্যতম । চীনের উদ্ভিদ ও প্রাণীর জাতের সংখ্যা উভয়ই পৃথিবীর পুরোভাগে রয়েছে ।
পরিচালক ওয়ান পেন থাই আরো বলেছেন , ১৯৯২ সালে বৈচিত্র্যময় জীব চুক্তিতে স্বাক্ষর দানের পর চীন জীব সংরক্ষণের অনেকগুলো ব্যবস্থা নিয়েছে। গতবছরের শেষ দিক পর্যন্ত চীনে যে ২২০০টি প্রাকৃতিক সংরক্ষণ এলাকা প্রতিষ্ঠিত হযেছে সেগুলোর আয়তন চীনের মোট আয়তনের প্রায় এক ষষ্ঠাংশ । সেই সঙ্গে চীন সক্রিয়ভাবে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতা করে জীব সংরক্ষণের প্রয়োজনীয় প্রযুক্তি ও অর্থ পেয়েছে । ফলে চীনের জীব সংরক্ষণের সামর্থ্য বেড়েছে ।
|