গত পাঁচ দিনের মধ্যে ,মার্কিন সরকার দুবার চীনা বস্ত্র পণ্যের রফতানি সীমিত রাখার যে সিদ্ধান্ত নিয়েছে ১৯ মে প্রকাশিত চীনের বস্ত্র শিল্প সমিতির এক বিবৃতিতে তার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
এই বিবৃতিতে বলা হয়েছে মার্কিন পক্ষ এই সিদ্ধান্ত নেওয়ায় বস্ত্র বাণিজ্যে দুদেশের দ্বন্দ্ব আরো তীব্র আকার ধারন করেছে এবং অবাধ বাণিজ্যের নীতি সাংঘাতিকভাবে লংঘিত করা হয়েছে । চীনের বস্ত্র শিল্প সমিতি মনে করে,মার্কিন সরকারের এই স্বেচ্ছাচার অব্যাহত থাকলে চীনের বস্ত্র শিল্পের স্বার্থের বিরাট ক্ষতি হবে এবং বিশ্বের বস্ত্র বাণিজ্যের একায়ন ব্যাহত হবে ।
চীনের বস্ত্র পণ্যের রফতানি মার্কিন বাজারে গোলোযোগ সৃষ্টি করেছে বলে মার্কিন যুক্ত রাষ্ট্র যে অভিযোগ তুলেছে তা যাচাই করে ন্যায়নসংগত সিদ্ধান্ত নিতে বিবৃতিটিতে ডাবলিউ টি ওকে অনুরোধ করা হয়েছে ।
বিবৃতিটি চীন সরকারের কাছে মার্কিন পক্ষের সিদ্ধান্ত দুটোর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেয়ার প্রস্তাবও দিয়েছে ।
|