চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র খং ছুয়ান ১৯ মে পেইচিংয়ে নিয়মিত সাংবাদিক সম্মেলনে পুনরায় উল্লেখ করেছেন, চীন পক্ষ মনে করে , অতীতের ইতিহাসের জন্য জাপানী নেতাদের কঠোরভাবে আত্মসমালোচনা করা উচিত । এশীয় জনগণ ও বিশ্ব সমাজের আস্থা পেতে চাইলে তাঁদের বাস্তব পদক্ষেপ নিতে হবে ।
তিনি বলেছেন ,জাপানের নেতারা যে মাঝে মাঝে ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধাতর্পন করতে যান তা চীন- জাপানের রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের প্রধান বাধা ।
|