চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খোং ছুয়েন ১৯ মে পেইচিংয়ে বলেছেন, নিরাপত্তা পরিষদের সংস্কার সমস্যায় জাতি সংঘে পুরোপুরি আলোচনা করা , পুরোপুরি গণতন্ত্র স্ফুরিত করা, সকল সদস্যদেশ, বিশেষ করে ব্যাপক উন্নয়নমুখী দেশগুলোর প্রস্তাব শোনা উচিত।
একইদিনে খোং ছুয়েন একটি নিয়মিত সংবাদ সম্মেলনে জাপান, জার্মানী, ভারত এবং ব্রাজিল নিয়ে গঠিত চার রাষ্ট্র-গোষ্ঠীর সম্প্রতি নিরাপত্তা পরিষদের সংস্কার সংশ্লিষ্ট প্রস্তাব সম্পর্কে উপরোক্ত কথা বলেছেন। তিনি বলেছেন, চার রাষ্ট্র-গোষ্ঠীর প্রস্তাবের বিষয়বস্তু আর বিশ্বের অধিকাংশ দেশের অধিষ্ঠানের মধ্যে গুরুতর মতভেদ রয়েছে। চীন পক্ষ মনে করে, বর্তমানে নিরাপত্তা পরিষদের সংস্কার সমস্যায় মতভেদ নিয়ে জাতি সংঘে পুরোপুরি আলোচনা হওয়া উচিত।
|