চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পাং গুও ১৯ মে অষ্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের পার্থে পৌঁছে অষ্ট্রেলিয়ায় ৭ দিনব্যাপী আনুষ্ঠানিক বন্ধত্বপূর্ণ সফর শুরু করেন।
তিনি বিমান বন্দরে বলেছেন, চীন-অষ্ট্রেলিয়া সার্বিক সহযোগিতার সম্পর্ক অব্যাহতভাবে গভীর করা কেবল দু'দেশের সরকার আর জনগণের মৌলিক স্বার্থেরই অনুকূল নয়, বরং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এমনকি সারা পৃথিবীর স্থিতিশীলতা আর সমৃদ্ধিরও সহায়ক। এবারকার সফরের লক্ষ্য হলো চীন-অষ্ট্রেলিয়া সম্পর্ক সার্বিকভাবে আরো গভীরে বিকশিত করা।তিনি বিশ্বাস করেন, এবারকার সফরে পারস্পরিক আস্থা উন্নত করা, মতৈক্য বাড়ানো , সহযোগিতা ত্বরান্বিত করা এবং মিলিত উন্নয়ন অর্জনের লক্ষ্য অর্জিত হবে।
অষ্ট্রেলিয়া সফরকালে তিনি গভর্নর জেনারেল মাইকেল জেফেরি , প্রধানমন্ত্রী হাওয়ার্ড , সিনেটের স্পীকার কালভার্ট এবং প্রতিনিধি পরিষদের স্পীকার ডেভিড হোকার প্রমুখ অষ্ট্রেলীয় নেতাদের সঙ্গে সাক্ষাত্ আর বৈঠক করবেন। তাছাড়া, তিনি চীন-অষ্ট্রেলিয়া আর্থ-বাণিজ্যিক সহযোগিতা ফোরামে উপস্থিত থাকবেন। তিনি চীন-অষ্ট্রেলিয়া আর্থ-বাণিজ্যিক সহযোগিতা গভীর করা এবং সহযোগিতার নতুন পরিস্থিতি অব্যাহতভাবে সৃষ্টি করার প্রস্তাব উত্থাপন করবেন।
|