চীনের নিরস্ত্রীকরণ বিষয়ক দূত হু শিয়াও দি ১৮ মে জাতি সংঘের সপ্তম "পারমাণবিক অস্ত্রের অবিস্তার চুক্তির বাস্তবায়ন যাচাই সম্মেলনে পারমাণবিক অস্ত্র মুক্ত দেশের নিরাপত্তা সুনিশ্চিত করা , পারমাণবিক অস্ত্র মুক্ত অঞ্চল এবং মধ্য-প্রাচ্যের পারমাণবিক সমস্যায় চীনের অধিষ্ঠান ব্যাখ্যা করেছেন । তিনি এর সঙ্গে সঙ্গে এই সব সমস্যা সম্মেলনের চূড়ান্ত চুক্তিতে অন্তর্ভূক্ত করার প্রস্তাবও দিয়েছেন ।
তিনি বলেছেন , পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর উচিত বিনাশর্তে পারমাণবিক অস্ত্রমুক্ত দেশ ও অঞ্চলের ওপর পারমাণবিক অস্ত্র ব্যবহার না করা এবং এক্ষেত্রে আন্তর্জাতিক আইন প্রণয়ন করার প্রতিশ্রুতি দেয়া । পারমাণবিক অস্ত্র মুক্ত দেশগুলো যে পারমাণবিক অস্ত্র মুক্ত অঞ্চল প্রতিষ্ঠার প্রয়াস চালাচ্ছে , পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর তা সমর্থন করা উচিত ।
হু শিয়াও দি বলেছেন , মধ্য-প্রাচ্যের দেশগুলো যে মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র এবং অন্যান্য গণবিধ্বংসী অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে চীন তা সমর্থন করে । এর জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাঠামোতে সংলাপের মাধ্যমে ইরানের পারমাণবিক সমস্যার সমাধান করা উচিত । লিবিয়ার উচিত গণবিধ্বংসী অস্ত্র উন্নয়নের পরিকল্পনা ছেড়ে দেয়া এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তদন্ত গ্রহণ করা ।
|