আইচি বিশ্ব মেলায় অংশগ্রহণ ও জাপান সফররত চীনের উপপ্রধানমন্ত্রী উ ই ১৮মে বলেছেন , চীন ও জাপানের উচিত দু'দেশের জনগণের মৌলিক স্বার্থ বিবেচনা করে এবং দীর্ঘকালীন রণনৈতিক দিক থেকে সঠিকভাবে দু'দেশের মধ্যকার বিভিন্ন সমস্যা সমাধান এবং দু'দেশের বন্ধুত্বপূর্ণ পরিস্থিতি রক্ষা করা ।
সেদিন নাগয়া শহরে জাপানের অর্থ মন্ত্রী নাকাগাওয়া শইচি এবং ভূমি ও যোগাযোগ মন্ত্রী কিতাগাওয়া কাজুও'র সঙ্গে বৈঠককালে উ ই এই কথা বলেছেন । উ ই আরও বলেছেন , চীন জাপানের অগ্রসর প্রযুক্তি ও উন্নয়নের অভিজ্ঞতা শিখতে চায় , ইতিমধ্যে চীনের উন্নয়ন জাপানের অর্থনীতির উন্নয়নেও সুযোগ যুগিয়েছে ।
উ ই আরও বলেছেন , চীনের সরকার ও জনগণ চীন-জাপান সম্পর্কের ওপর গুরুত্ব দেয় এবং জাপানের প্রতি বন্ধুত্বপূর্ণ নীতি মেনে চলে । চীন-জাপান তিনটি রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে চীন জাপানের জনগণের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান , পারস্পরিক উপকারিতামুলক সহযোগিতা এবং যৌথভাবে উন্নয়ন করতে ইচ্ছুক । চীন আশা করে জাপানের অর্থনীতি মহলও অর্থনৈতিক সহযোগিতার দিক থেকে এই সব লক্ষ্য বাস্তবায়নের জন্য অব্যাহতভাবে সক্রিয় ভূমিকা পালন করবে ।
|