চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যানডিং কমিটির চেয়ারম্যান উ পাং গুও ১৯ মে সিঙ্গাপুরে আনুষ্ঠানিক বন্ধুত্বপূর্ণ সফর শেষ করে অষ্ট্রেলিয়া সফর শুরু করেছেন।
সিঙ্গাপুর সফরকালে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নাথান ,স্পীকার আব্দুল্লাহ এবং প্রাক্তণ প্রধানমন্ত্রী লি খুয়ান ইয়ো প্রমুখ স্থানীয় নেতারা উ পাং গুওর সঙ্গে সাক্ষাত্ করেছেন। দু'পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অভিন্ন স্বার্থ জড়িত বিষয়ে কয়েকটি মতৈক্যে পৌঁছেছে।
তিনি চীন-সিঙ্গাপুর আর্থ-বাণিজ্যিক সহযোগিতা ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে মূল ভাষণ দিয়েছেন। তিনি ২০১০ সাল নাগাদ চীন -সিঙ্গাপুর দ্বিপাক্ষিক বাণিজ্য মূল্য পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার নতুন লক্ষ্যমাত্রা এবং চীন পক্ষের সুনির্দিষ্ট প্রস্তাব উত্থাপন করেছেন।
|