ইথিওপিয়ার প্রধান বিরোধী পার্টি--ঐক্য ও গণন্ত্র জোট ১৮ মে ঘোষনা করেছে যে , ইথিওপিয়ার তৃতীয় ফেডারেল কংগ্রেসের গণ পরিষদের নির্বাচণে তার বিজয় হয়েছে ।
উক্ত জোট ভাইস চেয়ারম্যান বেরহানু নেগা তাঁর বিবৃতিতে বলেছেন , আংশিক ভোট গণনা থেকে জানা গেছে যে , মন্ত্রী সভা গঠনের মত প্রয়োজনীয় আসন জোটটি পেয়েছে ।
এর আগে ১৬ মে ইথিওপিয়ার ক্ষমতাসীন পার্টি-- গণ বিপ্লবী গণতান্ত্রিক ফ্রন্টও ঘোষনা করেছে, সংসদ নির্বাচনে গণ বিপ্লবী গণতান্ত্রিক ফ্রন্ট বিজয় লাভ করেছে ।
কিন্তু ইথিওপিয়ার নির্বাচন কমিশন এই দুটি পার্টির বিবৃতি সম্পর্কে কিছুই বলে নি ।
উল্লেখ করা যেতে পারে যে, নির্বাচনের চুড়ান্ত ফলাফল আগামী ৮ জুন প্রকাশিত হবে ।
|