ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কমিটির মহাসচিব , পারমাণবিক আলোচনার প্রধান প্রতিনিধি হাসান রোহানি ১৮ মে বলেছেন, ইরান পাশ্চাত্য সমাজের চাপে ভয় করে না। তার পারমাণবিক পরিকল্পনা আবার কার্যকরী করার সম্ভাবনা আছে। কিন্তু ইরান-ইউরোপীয় ইউনিয়ন আলোচনা সুষ্ঠুভাবে চললে ইরান এই পরিকল্পনা কয়েক সপ্তাহ পিছিয়ে দেয়ার কথা বিবেচনা করতে পারে।
তিনি বলেছেন, ২৩ মে ইরান ফ্রান্স , জার্মানী ও ব্রিটেন তিনটি দেশের সঙ্গে ইরানের সংশ্লিষ্টপারমাণবিক সমস্যা নিয়ে নতুন দফা বৈঠক করবে। ইউরোপীয় ইউনিয়ন চুক্তি কার্যকরী করলে ইরান ইসফাহান পারমাণবিক কেন্দ্রের কাজ কয়েক সপ্তাহ পর আবার শুরু করতে পারে।
|