চলতি বছর চীনের বিভিন্ন অঞ্চলে পৃথক পৃথক তুষার, ঠান্ডা হিমাঙ্ক, অনাবৃষ্টি,বন্যা ও পাহাড় ধ্বস ইত্যাদি প্রাকৃতিক দুর্ঘটনা ঘটেছে। নিহত মানুষের সংখ্যা ও সরাসরি আর্থিক ক্ষয়ক্ষতি পর্যালোচনা করে দেখা গেছে, গত করেক বছরের চেয়ে তা গুরুতর।
চীণের জনকল্যান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৭ মে পর্যন্ত, চীনে প্রাকৃতিক দুর্ঘটনায় ২৬০জন প্রাণ হারিয়েছে। সরাসরি আর্থিক ক্ষতি ১৮.৬ বিলিয়ন রেনমিনপি। চীনের জনক্যান মন্ত্রণালয় ইতিমধ্যে দুর্যোগ কবলিত প্রদেশগুলো ১০কোটি রেনমিনপি'রও বেশী মূল্যের জরুরী ত্রাণ দিয়েছে এবং সম্ভাব্য বন্যা কালীন দুর্ঘটনা প্রতিরোধের জন্য প্রস্তুতি নেয়ার দাবি জানিয়েছে।
|