পীপলস ডেইলি পত্রিকা সূত্রে জানা গেছে, চীনের সংশ্লিষ্ট বিভাগের ১৮ মে প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত বছর চীনের শহরাঞ্চলে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের গড়পড়তা বার্ষিক বেতন ১৬ হাজার ২৪ ইউয়ান। দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধির উপাদান বাদ দিয়ে, গত বছরের চেয়ে শ্রমিক ও কর্মচারীদের বেতন বর্তমানে ১০ শতাংশ' বেড়েছে।
শ্রম ও সামাজিক নিশ্চয়তা বিধান মন্ত্রণালয় ও চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো'র যুক্তভাবে প্রকাশিত "২০০৪ সালের শ্রম ও সামাজিক নিশ্চয়তা বিধান ব্রত উন্নয়নের পরিসংখ্যান জ্ঞাপনপত্রে" বলা হয়েছে, বর্তমানে চীনের ৩০টি প্রদেশে এই বেতন কাঠামো প্রতিষ্ঠিত হয়েছে। শতাধিক বৃহত্ ও মাঝারী শহরে শ্রমবাজারের প্রথনির্দেশক বেতন মাত্রা প্রকাশ করেছে।
পরিসংখ্যানে দেখা গেছে, গত বছরের শেষ দিকে চীনের শহর ও গ্রামাঞ্চলে মোট ৭৫ কোটি ২০ লক্ষ লোকের কর্মসংস্থান হয়েছে। যা ২০০৩ সালের শেষ দিকের চেয়ে ৭.৬৮ মিলিয়ন বেড়েছে।
|