v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-05-19 10:36:33    
দ্বিপাক্ষীয় সহযোগিতা জোরদারে ঢাকা-হ্যানয় চুক্তি স্বাক্ষর

cri

    বাংলাদেশ ও ভিয়েতনাম দু'দেশের জনগণের কল্যাণে, বিনিয়োগ, কৃষি, ব্যাংকিং, শিক্ষা ও ক্রীড়াসহ সকল ক্ষেত্রে দ্বিপাক্ষীয় সহযোগিতা আরো বিস্তৃত এব জোরদারে সম্মত হয়েছে। বুধবার গভর্নমেন্ট অফিসে দু'দেশের মধ্যেকার আনুষ্ঠানিক আলোচনায় এই সমঝোতা প্রতিষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশপ্রতিনিধিদলের নেতৃত্ব দেন। অটরদিকে ভিয়েতনাম পক্ষে নেদৃদ্ব দেন সেদেশের প্রধানমন্ত্রী ফন ভন খাই। বৈঠকের পর দু'দেশের মধ্যে বিনিয়োগ উন্নয়ন সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী নগুয়েন ডাই নিয়েন এবং বাংলাদেশের কৃষি প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দু'দেশের প্রধানমন্ত্রীদের উপস্থিতিদে চুক্তিতে স্বাক্ষর করেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন আশা প্রকাশ করেন নতুন চুক্তি উভয় দেশের বিনিয়োগকারীদের আস্থা গঠনে অবদান রাখবে।

    বেগম জিয়ার এই সফর নিঃসন্দেহে বহু ক্ষেত্রে দ্বিপাক্ষীয় সহযোগিতাকে আরো জোরদার করবে।

    বেগম খালদা জিয়া গতকাল প্রেসিডেন্সিয়াল প্যালেসে প্রেসিডেন্ট চান ডুক লুয়ংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। প্রেসিডেন্ট হত বছর বাংলাদেশে তার সফরের উল্লেখ করেন এবং নেতৃত্বের সাফল্যের জন্য বেগম জিয়াকে অভিনন্দন জানান।