|
|
 |
| (GMT+08:00)
2005-05-18 21:02:17
|
|
চীনের প্রধান মন্ত্রী আর আইসল্যান্ডের প্রেসিডেন্টের মধ্যে সাক্ষাত
cri
|
১৮ মে পেইচিংএ সফররত আসল্যান্ডের প্রেসিডেন্ট গ্রিমসনের সঙ্গে সাক্ষাত করার সময়ে চীনের প্রধান মন্ত্রী উয়েন চিয়া পাও বলেছেন, তিনি আশা করেন, চীন আর আইসল্যান্ডঅর্থনীতি ও বাণিজ্য সহযোগিতা সম্প্রসারিত করার নতুন ধারণা অবিরাম অনুসন্ধান করবে।তিনি বলেছেন, দু দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩০ বছরের বেশী সময়ের সৌহার্দ্যপূর্ণ সহযোগিতার বাস্তবতা থেকে প্রতিপন্ন হয়েছে যে ভিন্ন সমাজ ব্যস্থাও ভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা সম্পন্ন রাষ্ট্রগুলোর মধ্যে পারষ্পরিক সম্মান সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান এবং পারষ্পরিক উপকারিতামূলক সহযোগিতা চালানো যায়। দু দেশের মধ্যে অর্থনীতি ও বাণিজ্য সহযোগিতায় বিরাট সুপ্ত শক্তি রয়েছে।আইসল্যান্ড চীনের বাজার অর্থনীতির অবস্থানকে স্বীকৃতি দিয়েছে বলে দু দেশের অর্থনীতি ও বাণিজ্য সম্পর্কের মান অবশ্যই উন্নত হবে।
|
|
|