চীনের বানিজ্য মন্ত্রী পো সি লাই ১৮ মে পেইচিংয়ের ফরচুন ফোরামে বলেছেন , ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র চীনের বস্ত্রপণ্যের উপর যে নিষেধাজ্ঞা জারী করেছে , তা' চীনের হাজার হাজার বস্ত্রশ্রমিকের স্বার্থহানি করেছে ।
পো সি লাই বলেছেন , চীন একটি উন্নয়নমুখী দেশ । চীনের বস্ত্রশিল্প লক্ষকোটি নিম্নআয়ের নাগরিকের জীবন ও স্বার্থজড়িত একটি শিল্প , বস্ত্রশিল্পের মুনাফা কম , রপ্তানি পন্য থেকে চীনের লাভও কম । গোটা পৃথিবীর বস্ত্রপন্য বানিজ্যের একায়ন বাস্তবায়নের চার মাস পরই ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র চীনের বস্ত্রপন্যের উপর নিষেধাজ্ঞা জারি করেছে , এই ধরনের ব্যবস্থা বিশ্ববানিজ্য সংস্থার নিয়ম লংঘন করেছে ।
|