আন্তর্জাতিক ভেশাক বৌদ্ধধর্ম সমাবেশ ১৮ মে থাইল্যান্ডের নাখনপাহোমে শুরু হয়েছে । শান্তির পথ এই সমাবেশের প্রধান আলোচ্য বিষয় ।
চীনের প্রতিনিধি দলের নেতা , চীনের জাতীয় ধর্ম অধিদফতরের মহাপরিচালক ইয়ে সিয়াও ওয়েন উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় বলেছেন , বিশ্বায়নের আন্তর্জাতিক পটভূমিতে সংঘর্ষের পরিবর্তে শান্তি,সমৃদ্ধি ও সহযোগিতাই বৌদ্ধধর্মের মূল বাণী । চীন সংলাপের মাধ্যমে পারস্পরিক সমঝোতা বাড়াতে , মতৈক্য অর্জনের মাধ্যমে সংহতি জোদার করতে এবং সহিষ্ণুতার সাহায্যে সম্প্রীতি গড়ে তুলতে উদ্গ্রীব । চীন
বৌদ্ধধর্ম মহলের বিশিষ্ট ব্যক্তি আর নানা ক্ষেত্রের বন্ধুদের সঙ্গে মিলে ধর্মীয় আন্তরিতকতা গভীর করে সুষম সমাজ প্রতিষ্ঠিত করতে ও বিশ্ব শান্তি রক্ষা করতেই ইচছুক ।
উল্লেখ করা যেতে পারে যে, ৪২টি দেশ ও অঞ্চলের প্রায় দেড় হাজার প্রতিনিধি, পন্ডিত সরকারী ,কর্মকর্তা আর কূটনীতিবিদ এই বৌদ্ধধর্ম সমাবেশে অংশ নিচ্ছেন ।
|