মার্কিন সেনাদের কোরআন অবমাননা সম্পর্কে নিউস উইক খবর প্রকাশ করার পর ইসলামী দুনিয়ায় যে প্রতিবাদের ঝড় উঠেছে তা দাবিয়ে রাখার জন্য মার্কিন পররাষ্ট্র মন্ত্রনালয ১৭ মে থেকে কূটনৈতিক অভিযান শুরু করেছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র বৌচার বলেছেন , বিদেশে মার্কিন দূতাবাসের কাছে পাঠানো পররাষ্ট্র মন্ত্রনালয়ের তারবার্তায় বিদেশী নাগরিক ও সংবাদমাধ্যমকে পরিস্কারভাবে বাস্তব সত্য জানাতে এবং কয়েদীদের ধর্মবিশ্বাসের প্রতি যুক্তরাষ্ট্রের সম্মান প্রদর্শনের নীতি প্রচার করতে মার্কিন কূটনীতিবিদদের অনুরোধ করা হয়েছে ।
হোয়াইট হাউসের মুখপাত্র স্কোট মেকলেল্লানও আবারো উল্লেখ করেছেন , কুপ্রভাব মুছে ফেলার জন্য নিউস উইকের উচিততার প্রকাশিত সেই খবর সম্বন্ধে বিক্ষোভ প্রদর্শনকারী দেশগুলোর জনসাধারণকে বুঝিয়ে ।
মার্কিন সেনারা কোরআন অবমাননা করেছেন বলে গুয়ানতানামো সামরিক ঘাঁটিতে আটক কয়েদীরা যে অভিযোগ তুলেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রনালয়ের মুখপাত্র ডি রিটা ১৭ মে তা অস্বীকার করেছেন। তিনি বলেছেন , তাঁরা খুব সম্ভবত: মিথ্যা কথা বলেছেন ।
|