১৮ মে চীনের জাতীয় মেধা সম্পদ অধিদপ্তরের প্রধান ওয়াং চিং ছুয়ান পেইচিংয়ে ফরচুন ফোরামে বলেছেন , মেধা সম্পদের অধিকার লংঘন করা গোটা পৃথিবীর অনেক দেশের সমস্যা ,তাই বিভিন্ন দেশকে মিলিতভাবে এই সমস্যা সমাধানের প্রচেষ্টা চালাতে হবে ।
তিনি আরো বলেছেন , যে সব দেশে কয়েক শ' বছর আগে মেধা সম্পদ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে , সেই সব দেশেও মেধা সম্পদ লংঘনের ঘটনা ঘটে । তাই মেধা সম্পদ রক্ষা আর মেধা সম্পদ লংঘনের বিরোধিতা করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের উচিত পারস্পরিক সমঝোতা বাড়ানো এবং সংলাপ ও সহযোগিতা জোরদার করা । বিশেষ করে কর্মীপ্রশিক্ষন , তথ্যবিনিময় ইত্যাদি ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য দিতে হবে ।
|