কলম্বিয়া সফররত চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান চিয়া ছিং লিন ১৭ মে কলম্বিয়ার সিনেটের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দিয়েছেন। তিনি চীন ও কলম্বিয়ার বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ক আরো বিকশিত করা , চীন ও লাতিন আমেরিকান দেশগুলোর বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা আর আদানপ্রদান বাড়ানো ইত্যাদি বিষয় নিয়ে চীন পক্ষের মৌলিক অধিষ্ঠান ঘোষণা করেছেন।
তিনি বলেছেন, তাঁর এবারকার সফরের লক্ষ্য হলো আদানপ্রদান জোরদার করা, সমঝোতা উন্নত করা, মৈত্রী বাড়ানো, সহযোগিতা ত্বরান্বিত করা, চীন ও কলম্বিয়ার বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ক সুষ্ঠু ও সার্বিকভাবে উন্নত করার মাধ্যমে দু'দেশের জনগণের জন্য আরো কল্যান সৃষ্টি করা।
তিনি আরো বলেছেন, চীন পক্ষ সমতা ও পারস্পরিক উপকারিতা এবং মিলিত উন্নয়নের ভিত্তিতে কলম্বিয়াসহ লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে চীনের আর্থ-বাণিজ্যিক সম্পর্ক অব্যাহতভাবে জোরদার করতে ইচ্ছুক।
এর আগে চিয়া ছিং লিন কলম্বিয়ার প্রতিনিধি পরিষদের স্পীকার জাট্টিন কোরালেসের সঙ্গেসাক্ষাত্ করেছেন। ১৬ মে তিনি কলম্বিয়ার কংগ্রেসের চেয়ারম্যান , সিনেটের স্পীকার লুইস গোমেজের সঙ্গে বৈঠক করেছেন।
|