ফিলিস্তিনের জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান আব্বাস ১৭ তারিখে পেইচিংয়ে এক সাক্ষাত্কারে বলেছেন,ফিলিস্তিন ও চীনের মজবুত রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আছে।চীন সরকার সবসময় ফিলিস্তিনপক্ষকে সমর্থনের ন্যায্য অধিষ্ঠান গ্রহন করে এসেছে।
চীনের প্রেসিডেন্ট হু চিন থাও -এর আমন্ত্রণে,আব্বাস ১৭তারিখ বিকালে পেইচিং পোঁছে চীনে তাঁর তিন দিনব্যাপী রাষ্ট্রীয় সফর শুরু করেছেন। এটি হচ্ছে ফিলিস্তিনের জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান হওয়ার পর আব্বাসের প্রথম চীন সফর।
আব্বাস বলেছেন, ১৯৬৪ সালে চীন সরকারের সঙ্গে ফিলিস্তিনের সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার পর , দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের প্রবনতা বজায় রেখেছে । চীন সরকার সবসময় ফিলিস্তিনপক্ষকে সমর্থনের ন্যায্য অধিষ্ঠান গ্রহন করে এসেছে , ফিলিস্তিনী জনগণের সংগ্রাম ব্রতকে সমর্থন করে এবং ফিলিস্তিনী জনগণকে নিজেরাই নিজেদের ভাগ্য নির্ধারণ করতে দেয়ার মতাধিষ্ঠানে অবিচল থাকে।
আব্বাসস ফিলিস্তিনের ব্রতে সক্রিয় সাহায্য দান এবং ফিলিস্তিনে অনেক সাহায্য প্রকল্পে অংশ নেয়ার জন্য চীনের প্রশংসা করেছেন।
|