চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগ মন্ত্রী ওয়াং চিয়া রুই ১৭ তারিখে পেইচিংয়ে ইউরোপীয় ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান, ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী রোমানো প্রোডির সঙ্গে সাক্ষাত করেছেন।
তিনি বলেছেন, ২০০৪ সালে চীন-ইতালি সার্বিক রণনৈতিক অংশীদার সম্পর্ক প্রতিষ্ঠার পর, দু'দেশের রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার হয়েছে। দু'পক্ষের বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতায়ও অনেক সাফল্য অর্জিত হয়েছে। চীন পক্ষ ইতালিপক্ষের সঙ্গে একত্রে দু'দেশের সম্পর্ক উন্নত করার প্রচেষ্টা চালাতে ইচ্ছুক। ওয়াং চিয়া রুই চীন-ই. ইউ. সম্পর্কেরও ইতিবাচক মূল্যায়ন করেছেন এবং ই.ইউ.'র সঙ্গে মিলে চীন-ই.ইউ. কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকীর গুরুত্বপূর্ণ সুযোগ আঁকড়ে ধরে চীন-ই.ইউ. সম্পর্ক অব্যাহতভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
প্রোডি চীন পক্ষের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে আদান-প্রদান ও সংলাপ আরও জোরদার করার ইচ্ছা প্রকাশ করেছেন। যাতে ইতালি-চীন ও ই.ইউ-চীনের বিভিন্ন ক্ষেত্রের বন্ধুত্বপূর্ণ যোগাযোগ আরও ঘনিষ্ঠ হয় এবং সহযোগিতা আরও ফলপ্রসূ হয়।
|