গত সপ্তাহের অনুষ্ঠানে আমি পেইচিংয়ের দেবদূত উল্লাস ক্লাবকে আপনাদের সংগে পরিচিত করেছি। আজকের অনুষ্ঠানে আমি অব্যাহতভাবে এই ক্লাবের গাওয়া জন্মভূমি নামে একটি গান আপনাদের শোনাবো। জন্মস্থলের বৈশিষ্ট্য হচ্ছে মিষ্টি, শান্ত এবং উদার। কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় জন্মভূমি বিষয়ের সংগীতের স্টাইল বৈচিত্র্যময়। পরের অনুষ্ঠানে আমি পেইচিংয়ের দেবদূত উল্লাস ক্লাবের গাওয়া ভারতীয় জন্মভূমি নামে একটি গান আপনাদের সংগে পরিচিত করবো। এই গানে ভারতীয় সংগীতের স্টাইল আছে। অন্যান্য জন্মভূমির সংগীতের তুলনায় এই গান একটু উদ্দীপনাময়। এই গানের ছন্দে আমরা নাচতে পারি। গানের কথা হলো:
ঘুমাবে, ঘুমাবে, ফুল ইতিমধ্যেই ঘুমিয়েছে,
বাতা বিলেবুর গাছের নীচে হাওয়ার নাচন থেমে গেছে।
ফুলের বাগান এত শান্ত।
মিষ্টি স্বপ্ন, চুপি চুপি তোমার চোখে প্রবেশ করছে।
আমি তাকে কোলে রাখছি, মনোরম শিশু, আমার একটি খুশির বিশ্ব। আচ্ছা, প্রিয় বন্ধুরা, এখন আমরা গান শুনি।
|