চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খোং ছুয়েন ১৭ মে পেইচিংয়ে নিময়িত সংবাদ সম্মেলনে জানিয়েছেন , চীন ও জাপান শীঘ্রই পূর্ব চীন সাগর সমস্যা সংক্রান্ত কর্ম সম্মেলন আয়োজন করবে , যাতে এই সম্মেলনের মাধ্যমে দু'পক্ষের মতানৈক্য নিরসনের উপায় খুঁজে বের করা যায় ।
তিনি বলেছেন , পূর্ব চীন সাগর সমস্যা সংক্রান্ত কর্ম সম্মেলন হল এই বছরের এপ্রিল মাসে চীন-জাপান নেতাদের বৈঠকের পর একটি গুরুত্বপূর্ণ তত্পরতা । চীন পক্ষ আশা করে কর্ম সম্মেলনের মাধ্যমে দু'পক্ষ সমানভাবে পরামর্শ করবে এবং দু'দেশের মধ্যকার সমস্যা নিয়ে মত বিনিময় করবে , যাতে সঠিকভাবে সব সমস্যা সমাধান করা যায় ।
|