১৭ তারিখে জাতি সংঘ মহা সচিবের সংস্কার বিষয়ক বিশেষ দূত আলি আলাটাসের সঙ্গে সাক্ষাতকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও শিং বলেছেন, জাতি সংঘ নিরাপত্তা পরিষদের সুনির্দিষ্ট সংস্কার প্রস্তাবের ক্ষেত্রে বিভিন্ন পক্ষের বিরাট মতভেদ থাকার পরিস্থিতিতে চীন পক্ষ সংস্কারের সময়সূচী স্থির করা বা চাপিয়ে দেয়া ভোটদানে রাজী নয়।
তিনি বলেছেন, এই বছর হচ্ছে জাতি সংঘের প্রতিষ্ঠার হীরক জয়ন্তী। চীন পক্ষ জাতি সংঘের যুক্তিযুক্ত ও প্রয়োজনীয় সংস্কার সমর্থন করে। এর উদ্দেশ্য হবে ভালোভাবে বিশ্বের শান্তি সুরক্ষা এবং অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত করা। তিনি জোর দিয়ে বলেছেন, নিরাপত্তা পরিষদের উচিত ফলপ্রসূতা উন্নত করা, তার ক্ষমতা বাড়ানো, উন্নয়নমুখী দেশগুলোর প্রতিনিধিত্ব ব্যাপকভাবে বাড়ানো।
আলাটাস্ বলেছেন, চীন জাতি সংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদেশ এবং বৃহত্তম উন্নয়নমুখী দেশ হিসেবে জাতি সংঘ ও আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। সংস্কার সমস্যায় তার অবস্থান খুব গুরুত্বপূর্ণ। তিনি চীন পক্ষের সঙ্গে আরো বেশী আদান-প্রদান ও আলোচনা করবেন, যাতে জাতি সংঘের সুষ্ঠু সংস্কারের প্রয়াস চালানো যায়।
|