১৭ মে চীনের পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র খোংছুয়েন পেইচিংয়ে উজবেকিস্তানের আন্দিজান শহরের পরিস্থিতি প্রসঙ্গে বলেছেন , আন্দিজান শহরের পরিস্থিতি শান্ত হয়েছে বলে চীন সন্তুষ্ট ।
খোং ছুয়েন আরো বলেছেন , উজবেকিস্তান চীনের সুপ্রতিবেশী ও সহযোগী দেশ । গত কয়েক দিন ধরে চীন উজবেকিস্তানের পরিস্থিতির উপর নিবিড় দৃষ্টি রেখে এসেছে । বর্তমানে আন্দিজান অঞ্চলের পরিস্থিতি শান্ত হয়েছে , সমাজের শৃঙ্খলা ও নাগরিকদের জীবন স্বাভাবিক হচ্ছে । চীন দৃঢভাবে সব ধরনের সন্ত্রাসবাদী, বিছিন্নতাবাদী ও চরমপন্থীদের বিরোধিতা করে । চীন আগের মতো ভবিষ্যতেও উজবেকিস্তানের রাষ্ট্রীয় তথা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করবে ।
১২ মে রাতে উজবেকিস্তানের আন্দিজান অঞ্চলে সংঘর্ষ ঘটে , সশস্ত্র ব্যক্তিরা কিছু পুলিশ ফাড়ি , একটি সেনানিবাস আর আন্দিজান শহরের জেলখানার উপর আক্রমন চালিয়েছিল , ১৩ মে সশস্ত্র ব্যক্তিরা বর্তমান সরকারের পদত্যাগের দাবী জানিয়ে প্রতিবাদ অভিযান চালিয়েছিল , একই দিন সন্ধ্যায় সশস্ত্র ব্যক্তিদের বিরুদ্ধে আক্রমন চালানোর পর আন্দিজান অঞ্চলের পরিস্থিতি শান্ত হয়েছে ।
|